• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়ায় আততায়ীর হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৬:৫৯ পিএম

অস্ট্রেলিয়ায় আততায়ীর হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার ডারউইনে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি শিক্ষার্থীর (২৩) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ মে) রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা।

এ সময় একজন অনুপ্রবেশকারী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
বুধবার সকাল থেকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।


নিহত শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।

অস্ট্রেলিয়ান পুলিশ বলছে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা চলছে। এরইমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ