• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইউক্রেন যে কারণে তড়িঘড়ি নিজেদের ড্রোন ভূপাতিত করল

প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৬:৪১ পিএম

ইউক্রেন যে কারণে তড়িঘড়ি নিজেদের ড্রোন ভূপাতিত করল

আন্তর্জাতিক ডেস্ক

কিয়েভের কেন্দ্রে নিয়ন্ত্রণ হারানো নিজেদের একটি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার মধ্যেই এ ঘটনা ঘটল।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছাকাছি বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।

প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ার্মাক জানান, এটি শত্রুদের একটি ড্রোন ছিল, যা গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পরে নিজেদের ড্রোন উল্লেখ করে বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনা এড়াতেই ধ্বংস করা হয়েছে ড্রোনটিকে।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার বায়রাখতার (টিবি২) একটি ফ্লাইট পরিচালনার সময় কিয়েভ অঞ্চলে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি বিবেচনায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এতে কেউ হতাহত হননি। এমন ঘটনা দুঃখজনক। প্রযুক্তিগত ত্রুটির কারণে সম্ভবত এমন হয়েছে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বুধবার রুশ সরকারের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মস্কোতে পুতিনের সরকারি বাসভবনের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিন বলছে, পরিকল্পিত সন্ত্রাসী হামলায় পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে ড্রোনগুলো পাঠানো হয়েছে।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ