• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেনের ড্রোন হামলা!

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৪:২৮ এএম

পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেনের ড্রোন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘায়িত করার শঙ্কা তৈরি করেছে ইউক্রেন। দেশটি রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে হামলা চালিয়েছে। দুটো ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। রাশিয়ার দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেন এ হামলা চালিয়েছে। হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মস্কোর প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় অংশ নেওয়া ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করে ফেলেছে বলে ক্রেমলিন জানিয়েছে।

ই্উক্রেনের এ ড্রোন হামলার ফলে কোনো ক্ষতি না হলেও রাশিয়া-ইউ্ক্রেন যুদ্ধে নতুন মাত্রার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়া তেমন ইঙ্গিতও দিয়েছে। দেশটি জানিয়েছে, ইউক্রেন যা করেছে তার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। একটি সূত্র জানিয়েছে, রাশিয়া এখন ইউক্রেনে ড্রোন হামলা চালাবে। যার ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরো দীর্ঘায়িত করতে পারে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, মস্কো ড্রোন হামলা নিয়ে বা বলছে সে বিষয়ে তাদের বলার কিছুই নেই। কেননা তারা এ হামলার সঙ্গে জড়িত নয়।
হামলার বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে দাবি করে, চালকবিহীন দুটি উড়োজাহাজ ক্রেমলিনের দিকে আসছিল। মস্কোর রাডারে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও ড্রোন নিষ্ক্রিয় বিশেষ বাহিনী তৎপর হয়ে ওঠে এবং ড্রোন দুটি নিষ্ক্রিয় করে ফেলে। পুতিনকে হত্যার উদ্দেশ্য এ ধরনের হামলা পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ বলেছে, বুধবার এ হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে বাসভবন নোভো ওগারিয়োভোতে কাজে ব্যস্ত ছিলেন। 
আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি এবং ক্রেমলিনের ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি। ক্রেমলিন সতর্ক করে বলেছে, রাশিয়া এক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবেও দেখছে রুশ প্রশাসন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আরটি। তবে ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রুশ এই সংবাদমাধ্যম।

ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের ওপর একটি বস্তু উড়ে গিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে আরটি লিখেছে, সন্ত্রাসী হামলায় ক্রেমলিনের ওপর মনুষ্যবিহীন যান বিস্ফোরণের মুহূর্ত।

হামলার মুহূর্তটি ক্রেমলিনের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুতিনের কার্যালয়। মস্কো এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করছে। 
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ