• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৩:১৯ এএম

পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে করেছে ইউক্রেন।

রাশিয়ার অভিযোগের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র মিখাইল পোডোলিয়াক বলেছেন, ‘ক্রেমলিনে ড্রোন হামলার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।’ তিনি বলেন, ইউক্রেন ক্রেমলিন ভবনে হামলা করেনি। কারণ এই হামলা করে কোনও সামরিক সমস্যার সমাধান হবে না।

এছাড়াও তিনি আরও বলেছেন, রাশিয়াই এই হামলা চালিয়েছে। কিন্তু তারা ইউক্রেনকে অভিযুক্ত করছে। এর আগে বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করা হয়। বলা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে মঙ্গলবার (২ মে) রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থায় এ খবর প্রকাশ করা হয়েছে।

ক্রেমলিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেডিডেন্ট পুতিন আহত হননি। তাছাড়া হামলায় ক্রেমলিন ভবনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন,  তারা এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছেন এবং রাশিয়া এর জন্য প্রতিশোধ নেয়ার অধিকার রাখে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম  আরআইএ’র জানিয়েছে,  হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। এদিন তিনি মস্কোর বাইরে তার নভো ওগারিওভো বাসভবনে ছিলেন। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রোন হামলার ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি ড্রোন ক্রেমলিন ভবনের উপরে আঘাত হানছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ