প্রকাশিত: মে ৩, ২০২৩, ০২:২৯ এএম
ইউক্রেনের পাভলোহ্রাদ অঞ্চলে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।
সোমবার (১ মে) রাতভর ইউক্রেনের বিভিন্ন শহর ও রেলওয়ে স্টেশনকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোঁড়ে রুশ বাহিনী। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এদিন ইউক্রেনকে লক্ষ্য করে ১৮টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়।
এর মধ্যে ১৫টি ক্ষেপনাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেনীয় বাহিনী। কিন্তু একটি ক্ষেপণাস্ত্র পাভলোহ্রাদ শহরে গিয়ে পড়ে। এতে ওই এলাকার ১৫টি বড় বড় স্থাপনা ও ২৫টি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটে হতাহতের ঘটনা।
এ বিষয়ে প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, দেনিপ্রোভস্ক অবলাস্টে সন্ত্রাসীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র দুইজনের জীবন কেড়ে নিয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছে আরও ৪০ জন। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান জেলনস্কি।
জেকেএস/