• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেক্সিকোর নায়ারিতে বাস খাদে,নিহত ১৮

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৫:৩৯ পিএম

মেক্সিকোর নায়ারিতে বাস খাদে,নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বাসটি একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়।

টুইটারে দেওয়া প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জনই নারী। আহতদের মধ্যে অন্তত ১১  শিশুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ