প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১০:১৬ পিএম
রাশিয়ার বিমান হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অধিকৃত ক্রিমিয়ার প্রধান শহর ও বন্দরনগরী সেভাস্তোপোলে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
হামলায় ওই এলাকার একটি তেলের ডিপোতে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। শহরের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোঝায়েভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আগুন এখনও জ্বলছে। কিন্তু এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সেভাস্তোপোলে জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হবে না।
এডিএস/