• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাল্টা হামলা ইউক্রেনের, ক্রিমিয়ায় তেলের ডিপোতে আগুন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১০:১৬ পিএম

পাল্টা হামলা ইউক্রেনের, ক্রিমিয়ায় তেলের ডিপোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিমান হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অধিকৃত ক্রিমিয়ার প্রধান শহর ও বন্দরনগরী সেভাস্তোপোলে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

হামলায় ওই এলাকার একটি তেলের ডিপোতে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। শহরের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোঝায়েভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আগুন এখনও জ্বলছে। কিন্তু এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সেভাস্তোপোলে জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হবে না। 


রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোঝায়েভের বলেন, চারটি জ্বালানি ট্যাংকে আঘাত হেনেছে এবং সেগুলো পুরোপুরি পুড়ে গেছে। ওই এলাকার প্রায় ১১ হাজার জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দমকল বাহিনী আগুনে নেভাতে কাজ করছে।


এডিএস/

আর্কাইভ