• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৩:১২ এএম

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রশিক্ষণ শেষে ফেরার পথে আলাস্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফক্স নিউজ।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই দুই সেনা সদস্যের মৃত্যু হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। এ ছাড়া আহত অপর সেনা সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের না জানানো পর্যন্ত নিহতদের পরিচয় গোপন রাখা হবে।

মার্কিন সেনাবাহিনীর আলাস্কার মুখপাত্র জন পেনেল বলেন, বিধ্বস্ত হওয়ার সময় প্রতিটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারে দুইজন করে আরোহী ছিলেন।

দুই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। পরে এ বিষয়ে তারা গণমাধ্যমকে বিস্তারিত জানাবে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ