প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৫:৩১ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান স্বীকার করেছেন, তৎকালীন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার কথায় দুটি প্রদেশিক সংসদ ভেঙে দিয়েছিলেন।
এক টিভি সাক্ষাৎকারে রোববার ইমরান খান এ কথা স্বীকার করেন। খবর জিওনিউজের।
পিটিআইপ্রধান বলেন, আমি সেনাপ্রধানের কথায় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংসদ ভেঙে দিয়েছিলাম।
ইমরান খান বলেন, আমাকে ভুল বুঝিয়ে সেনাপ্রধান তখন শাহবাজ শরিফকে ক্ষমতায় আনার চেষ্টা করেছেন।
বিএস/