• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘আমার জন্য কারো সময় নেই’ বলে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১২:২৪ এএম

‘আমার জন্য কারো সময় নেই’ বলে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের চেন্নাইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির ছাত্রাবাসে এক তরুণ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

২০ বছরের ওই শিক্ষার্থী আইআইটি মাদ্রাজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থীর কক্ষ থেকে অজ্ঞাত তারিখ এবং সই বিহীন একটি চিঠি উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি বন্ধুদের তার প্রতি সহৃদয় ব্যবহারের জন্য ধন্যবাদ দিয়েছেন।

ওই শিক্ষার্থী আসলেই আত্মহত্যা করেছেন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। যদি তাই হয় তবে এটা এবছর আইআইটি মাদ্রাজে শিক্ষার্থী আত্মহত্যার চতুর্থ ঘটনা হবে বলে জানায় এনডিটিভি।

লেখাপড়ার ‘দারুণ মেধাবী’ ওই শিক্ষার্থী সামজিকভাবে মানুষের সঙ্গে মিশতে অতটা ‘দক্ষ ছিলেন না’ বলে জানিয়েছে পুলিশ। যে কারণে, সে তার ‘মানসিক চাপ কাটিয়ে ওঠার সুযোগ পায়নি’।

শুক্রবার ওই শিক্ষার্থীর মৃত্যুর দিনই আইআইটি মাদ্রাজ থেকে শোক প্রকাশ করে বলা হয়ছে, ‘তার মৃত্যুর কারণ এখনো অজানা।’

তারা শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করা কিছু ‘অত্যন্ত-সক্রিয় ব্যবস্থার’ কথা পুনর্ব্যক্ত করেন।

 

বিএস/

আর্কাইভ