প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৪:৫৬ পিএম
একাধিক যৌনসঙ্গীর প্রসঙ্গ উঠলে বেশির ভাগ মানুষ পুরুষদের কথাই বলবেন। ভারতের ‘ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে’ রিপোর্ট বলছে, দেশটির ১১টি রাজ্যে নারীরা এগিয়ে রয়েছেন পুরুষদের চেয়ে।
যদিও সঙ্গীর সংখ্যার বিচারে নারীরা এগিয়ে থাকলেও স্ত্রী ব্যতীত অন্য সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের নিরিখে এগিয়ে কিন্তু পুরুষরাই।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় অংশগ্রহণকারী ২ লাখেরও বেশি নারী এবং পুরুষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ভারতের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী নারীদের যৌনসঙ্গী পুরুষদের তুলনায় বেশি।
এই ১১ রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে রাজস্থান। সেখানকার নারীদের সঙ্গীর সংখ্যা গড়ে ৩.১, পুরুষদের সঙ্গীর সংখ্যা গড়ে ১.৮। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা, তৃতীয় স্থানে চণ্ডীগড়। এর পর রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ু।
মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যার নিরিখে ভারতের কোন রাজ্যের স্থান কোথায় দেখে নিন এক নজরে?
১) রাজস্থান
২) হরিয়ানা
৩)চণ্ডীগড়
৪) জম্মু-কাশ্মীর
৫) লাদাখ
৬) মধ্যপ্রদেশ
৭) আসাম
৮) কেরালা
৯) লাক্ষাদ্বীপ
১০) পুদুচেরি
১১) তামিলনাড়ু
বিএস/