• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৭জন নিহত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০১:৩৭ এএম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৭জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার দেশটির ইমো রাজ্যে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনি দপ্তরগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালালে তারা প্রাণ হারান। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার প্রায়ই নিষিদ্ধঘোষিত ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রা (আপিওবি) গোষ্ঠীকে দায়ী করে থাকে। তবে আইপিওবি এসব অভিযোগ অস্বীকার করেছে। 

ইমো রাজ্য পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে এবং দক্ষিণপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।

দক্ষিণপূবাঞ্চলীয় নাইজেরিয়ায় আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। 

অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্ঠা করেছিল, এতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর ধরে স্থায়ী হয় এবং ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। 

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ