• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সুদানের রাস্তায় সারি সারি লাশ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:০৮ পিএম

সুদানের রাস্তায় সারি সারি লাশ

আন্তর্জাতিক ডেস্ক

রক্তগঙ্গা বয়েই চলেছে সেখানে। সেনা-আধাসেনার মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, বোমা বর্ষণ চলছে লাগাতার। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুদানের খারতুম শহরই। বৃহস্পতিবার পর্যন্ত গৃহযুদ্ধের জেরে সুদানে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ২৭০ জন। মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার উপর। সংঘর্ষে আহত অগণিত মানুষ। 

সুদানে আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে এই সমস্যার সূত্রপাত। যা থেকে সেনা ও আধাসেনা প্রধানের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সংঘাতের জেরেই গত শুক্রবার থেকে সংঘর্ষ শুরু হয় সুদানে।

বর্তমানে উত্তপ্ত সুদানে প্রায় কয়েক হাজার ভারতীয়ও আটকে রয়েছেন। তাঁদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। 

 

বিএস/

আর্কাইভ