• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৪ ঘণ্টায় ইউক্রেনে ৬০টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১১:১২ পিএম

২৪ ঘণ্টায় ইউক্রেনে ৬০টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। বাখমুতের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে। খবর সিএনএনের।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত একদিনে প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে শত্রুরা। এতে অনেক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 

এদিকে পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুতে রাশিয়ার সেনাবাহিনী ভারি কামান এবং বিমান হামলা বাড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি।

মঙ্গলবার তিনি এসব কথা বলেন। কয়েক মাস ধরে ইউক্রেনে চলমান যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাখমুত এবং এর আশপাশের এলাকা।

ওলেক্সান্ডার সিরস্কি বলেন, বর্তমানে শত্রুরা ভারি কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

তিনি আরও বলেন, রাশিয়া যে কোনো মূল্যে বাখমুত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণে নিতে রুশ সেনাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। 

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া বলছে, বাখমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীরও ব্যাপক ক্ষতি হচ্ছে। 

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ