• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন আত্মজীবনীতে ‘ব্যক্তিগত’ স্মৃতি তুলে ধরবেন মালালা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০১:৫৮ এএম

নতুন আত্মজীবনীতে ‘ব্যক্তিগত’ স্মৃতি তুলে ধরবেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই নতুন আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। এই অধিকারকর্মী জানিয়েছেন, নতুন বই নিয়ে কাজ করছেন তিনি। আর এই আত্মজীবনীতে খুব ব্যক্তিগত কিছু স্মৃতি থাকবে, যা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। খবর জিও নিউজের। 

মালালা ইউসুফজাই তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালালা এ বিষয়ে লেখেন- ‘আমার নতুন বই নিয়ে কাজ করছি, এটা জানাতে পেরে আমি খুব উল্লসিত।’

আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ বিক্রীত ‘আই অ্যাম মালালা’ (আমি মালালা) বইয়ের জন্য তরুণ এই অ্যাকটিভিস্ট সুপরিচিত। এ বইটি ২০১৩ সালে প্রকাশিত হয়।

নতুন আত্মজীবনীর ঘোষণায় মালালা বলেছেন, বিগত কয়েক বছর তার জীবনে অনন্য সাধারণ কিছু রূপান্তর ঘটেছে। এতে তিনি স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়া, অংশীদারিত্ব এবং সর্বোপরি নিজেকে খুঁজে পেয়েছেন। 

মালালার বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে ডিগ্রি রয়েছে। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ