• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কানাডায় তাপমাত্রার নতুন রেকর্ড

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৭:৫০ পিএম

কানাডায় তাপমাত্রার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

শীতের দেশ কানাডা। তীব্র শীত তুষারপাতে অভ্যস্ত দেশটির জনগণ। তবে এই দেশটিতে এবার ৪৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

রোববার (২৭ জুন) কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক গ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে ১৯৩৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দক্ষিণে লেইটনে ৪৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এত দিন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ ছিল। কিন্তু ওই গ্রামের তাপমাত্রা ৮৪ বছরের আগের রেকর্ডকে ভেঙে ফেলেছে।

কানাডার পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিল দেশটির আবহাওয়া অধিদফতর। পশ্চিম প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় তাপমাত্রার রেকর্ড হবে বলে দেশটির সরকারি সংস্থাটি জানায়। মঙ্গলবার (২৯ জুন) থেকে কানাডার তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করছে তারা।

রোববার উপকূলবর্তী শহর ভ্যাঙ্কুভারে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের ফলে বেশির ভাগ মানুষ একটু শীতল হতে সমুদ্র সৈকতের দিকে ছুটতে শুরু করেন। দেশটির অন্য এলাকাগুলোতেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের বেশি।

দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও তীব্র তাপদাহ চলছে। তাপমাত্রা সম্পর্কে সতর্কও করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এই তাপদাহ চলতি সপ্তাহে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

হঠাৎ করে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপদাহের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বাড়তে থাকবে।

বিষয়ে এনভায়রনমেন্ট কানাডার সিনিয়র জলবায়ুবিদ ডেভিড ফিলিপস বলেন, ‘আমি রেকর্ড ভাঙতে চাই। তবে এগুলো ভেঙে চুরমার করে দেয়ার মতো। দুবাইয়ের চেয়ে পশ্চিম কানাডার কিছু অংশ এখন বেশি উষ্ণ। গরমে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ।

কোথাও কোথাও তাপমাত্রা ৪৭ ডিগ্রির ওপরেও উঠতে পারে বলে জানিয়েছেন এই জলবায়ুবিদ।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিদ্যুৎ সরবরাহকারীরা জানিয়েছেন, এয়ারকন্ডিশন চালিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছিল।

মামুন/এম. জামান

আর্কাইভ