• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিস্তিনিদের সমর্থন করায় কাজ হারানোর শঙ্কা

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৭:০৯ পিএম

ফিলিস্তিনিদের সমর্থন করায় কাজ হারানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করায় কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন জার্মানির একটি প্রতিষ্ঠানের সিইও।

আরব নিউজের এক সংবাদে জানা যায়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত জার্মান প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিংগারের কার্যালয়ের সামনে দখলদার ইসরাইলের পতাকা টাঙানো হয়।

গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ১১ দিন ধরে চালানো ইসরাইলি আগ্রাসনের ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রতিবাদ জানায় কর্মীরা। কর্মীদের প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির সিইও ম্যাথিস ডফনার অন্যত্র চাকরি খোঁজার নির্দেশ দেন।

জাতিবিদ্বেষী আচরণে চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন প্রতিষ্ঠানটির এক হাজার ৬০০ কর্মী।

গত সপ্তাহে অ্যাক্সেল স্প্রিংগারের একটি ভার্চুয়াল সভায় সিইও ম্যাথিস ডফনার বলেন, ‘আপনারা যারা ইহুদিবিদ্বেষী মনোভাব প্রকাশ করেন, তারা অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজেন।ইসরাইলের প্রতি একাত্মতা প্রকাশের জন্য দেশটির পতাকা প্রতিষ্ঠানের সামনে উড়ানো বন্ধ করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

ইফাত/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ