• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বন্দুক ঠেকিয়ে নারীর গলার চেইন ছিনতাই (ভিডিও)

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ১২:১৪ এএম

বন্দুক ঠেকিয়ে নারীর গলার চেইন ছিনতাই (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে একটি দোকানের সামনে থেকে এক মহিলার গলা থেকে জোর করে গলার হার ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। এ ঘটনার ভিডিও ধরা পড়ে ওই দোকানের সিসিটিভি ফুটেজে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। খবর এনডিটিভির।

দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের রোহিনী এলাকায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন এক নারী। হঠাৎ বাইকে চড়ে দুজন লোক ওই নারীর দিকে এগিয়ে আসে। ধস্তাধস্তি করে ওই নারীর গলার হার নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। দোকানের ভেতরে থাকা বিক্রেতা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তবে ছিনতাইকারীর হাতে বন্দুক দেখে পালিয়ে ফের দোকানের ভেতরে ঢুকে পড়েন তিনি। পরে ওই নারীর গলা থেকে চেইন ছিঁড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ