• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারো হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৭:৪৪ পিএম

আবারো হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। শনিবার ওয়াকায়ামা শহরে একটি সভায় কিশিদা বক্তৃতা শুরু করার ঠিক আগে মঞ্চের অদূরে বিস্ফোরণ ঘটে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জাপানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে ‘স্মোক বোম্ব’ নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণের পরেই সভাস্থলে শুরু হয়ে যায় আতঙ্কিত দর্শকদের। তবে ঘটনাস্থলে আঘাত বা ক্ষতির তাৎক্ষণিক চিহ্ন নেই।

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে এবং অন্যরা জানিয়েছে, ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়ে এক ব্যক্তিকে।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে শিনজোকে ‘মৃত’ ঘোষণা করা হয়। পরে জানা যায় আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। নারা শহরেরই বাসিন্দা ওই ব্যক্তি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ