• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুতিনের সমালোচক নাভালনিকে কারাগারে বিষ প্রয়োগের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১১:২১ পিএম

পুতিনের সমালোচক নাভালনিকে কারাগারে বিষ প্রয়োগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কারাগারের ভেতর এক রহস্যময় রোগে ভুগছেন রাশিয়ার পুতিন সরকারের সবচেয়ে পরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। গত দুই সপ্তাহে তার ওজন কমেছে প্রায় ৮ কেজি। এমন খবর দিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। খবর রয়টার্সের।

শুক্র ও শনিবার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ করার সময় একটি ভিডিও বার্তায় এ খবর দিয়েছেন নাভালনির মুখপাত্র।

ওই ভিডিওতে তিনি দাবি করেন, এই মুহূর্তে নাভালনিকে কারাগারের ভেতরে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে, যাতে এটি কম মনোযোগ আকর্ষণ করতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, কারাগারের চিকিৎসকরা নাভালনিকে ওষুধ ও ইনজেকশন দিয়ে চিকিত্সা করেছিলেন, তবে সেই ওষুধের নাম প্রকাশ করতে চাইছেন না তারা। এমনকি অনেক সময় তাকে চিকিৎসা ছাড়াই প্রচণ্ড ব্যথা নিয়ে পানিশমেন্ট সেলে রাখা হয়েছে।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ