• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের আসরে গুলি ছুড়ে বিপাকে নববধূ, খুঁজছে পুলিশ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০১:৪০ এএম

বিয়ের আসরে গুলি ছুড়ে বিপাকে নববধূ, খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

বিয়ের আসরে গুলি ছুড়ে বিপাকে পড়েছেন এক নববধূ। পুলিশ তাকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে।  ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানায়, নিজের বিয়ের অনুষ্ঠানে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করেন ওই তরুণী। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে। ঘটনার পর থেকেই নারীটি পলাতক রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিয়ের কনে তার স্বামীর পাশে বসে আকাশের দিকে ৪ রাউন্ড গুলি ছোড়েন। পাশে বসে সেই উদযাপন উপভোগ করছেন বরও।

ভারতের উত্তরাঞ্চলের কিছু রাজ্যে বিয়ের অনুষ্ঠানে গুলি ছুড়ে উদযাপন করার রেওয়াজ রয়েছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের আইন অনুযায়ী, কেউ যদি ‘বেপরোয়া হয়ে বা অসতর্কতার সঙ্গে গুলিবর্ষণের মাধ্যমে উদযাপন করে অন্যদের বিপদে ফেলেন’, তাহলে তার বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তিই প্রযোজ্য হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কনের ভিডিওটি তারই এক আত্মীয় ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

পুলিশের বরাতে খবরে বলা হয়, অভিযুক্ত ওই নারী গ্রেফতার হওয়ার ভয়ে পলাতক রয়েছেন।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ