• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

হাসপাতালে মৃত ঘোষণা, কবরস্থানে নড়ে উঠল নবজাতক!

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০২:৩৭ এএম

হাসপাতালে মৃত ঘোষণা, কবরস্থানে নড়ে উঠল নবজাতক!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

জন্মের ২০ মিনিট পরই মারা গেছে...ডেথ সার্টিফিকেটে এমন তথ্য দিয়ে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে পরিবারের হাতে তুলে দেয়া হয়। তবে শিশুটিকে কবরস্থ করতে কবরস্থানে নিয়ে যাওয়া হলে সেখানে নড়ে ওঠে সে। এরপর দ্রুত আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে পরে শিশুটি সত্যিই মারা যায়।

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায় এমন ঘটনা ঘটেছে। রোববার (৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা দিকে পুত্রসন্তানের জন্ম দেন এক মা। তবে বিকেল ৫টা নাগাদ শিশুটির পরিবারকে জানানো হয়, জন্মের ২০ মিনিটের মধ্যেই শিশুটি মারা গেছে। রাতে ডেথ সার্টিফিকেটও লিখে দেন হাসপাতালের এক চিকিৎসক। 

পরে রাত ৯টার দিকে ওই নবজাতককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে কবরস্থ করতে গেলে নড়ে উঠে সে। সঙ্গে সঙ্গে শিশুটিকে আবার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
 

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাও সেখানে উপস্থিত হন।


এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে এ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছেন শিশুটির পরিবার।


রোববার (৯ এপ্রিল) দুপুরে মৃতের পরিবারের সঙ্গে বৈঠক করেন হাসপাতালের সুপার সুব্রত দে এবং জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কীভাবে এবং কখন নবজাতকের মৃত্যু হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলার স্বাস্থ্য দফতর।

আর্কাইভ