• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইএএস ইন্টারভিউ প্রশ্ন: এমন কী কাজ ছেলেরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরো করো

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৬:০৯ পিএম

আইএএস ইন্টারভিউ প্রশ্ন: এমন কী কাজ ছেলেরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরো করো

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে আইএএস একটি। প্রতিবছর এটি অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসে। কিন্তু কয়েকজনই পাশ করতে পারে। তবে এই পরীক্ষার তিনটি পর্ব রয়েছে। প্রথম দুটি লিখিত পরীক্ষা এবং তৃতীয়টি হল ইন্টারভিউ। 

আইএএস পরীক্ষার ইন্টারভিউ সব সময় শিরোনামে থাকে। এখানে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রার্থীর মনকে বিভ্রান্ত করে তোলে, যা শুনলে হয়তো আপনিও রেগে লাল হয়ে যেতে পারেন। যাইহোক বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল। এবার উত্তরসহ দেখে নেওয়া যাক..  

১) প্রশ্ন: ‘ভারতরত্ন’ কোন জাতীয় পুরস্কার?
উত্তর: অসামরিক পুরস্কার 

২) প্রশ্ন: সোনালী বিপ্লব কাকে বলে?
উত্তর: ফল ও মধুর অধিক উৎপাদনকে সোনালী বিপ্লব বলে। 

৩) প্রশ্ন: কখন মেয়েরা সমস্ত জামা কাপড় তুলে ফেলে?
উত্তর: যখন জামা কাপড় শুকিয়ে যায়, বা হঠাৎ বৃষ্টি নামলে মেয়েরা সমস্ত জামাকাপড় তুলে নেয়। 

৪) প্রশ্ন: ভারতের কোন নদীকে ‘নীলনদ’ বলা হয়?
উত্তর: সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলে। 

৫) প্রশ্ন: পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি?
উত্তর: শিউলি ফুল। নিশ্চয়ই আপনি এটা জানতেন।

৬) প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
উত্তর: কলকাতা।

৭) প্রশ্ন: স্নানের পরেও মেয়েদের কোন জিনিসটা ভেজে না?
উত্তর: মেয়েটি ছায়া।

৮) প্রশ্ন: আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের প্রায় সমান?
উত্তর: অস্ট্রিয়া এবং হাঙ্গেরি।

৯) প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ড: বি আর আম্বেদকর।

১০) প্রশ্ন: ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য কোনটি?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

১১) প্রশ্ন: কোন ধাতুতে আঘাত করলেও শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি।

১২) প্রশ্ন: ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি।

১৩) প্রশ্ন: কি এমন জিনিস ছেলেরা একবারই করে, কিন্তু মেয়েরা বারবার করে?
উত্তর: বিয়ের সময় সিঁদুরদান ছেলেরা একবারই করে, এরপর মেয়েরা সারাজীবন করে।

১৪) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে?
উত্তর: মমতা ব্যানার্জি (বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী)

১৫) প্রশ্ন: এমন কী কাজ ছেলেরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, মেয়েরা বলে আরো করো
উত্তর: শপিং করা। আপনি নিশ্চয়ই জানেন মেয়েরা কেনাকাটা করতে কখনোই ক্লান্ত বোধ করেনা। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ