• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আইএএস ইন্টারভিউ প্রশ্ন: একটি মেয়ের শরীরের কোন অংশটি সবসময় ভেজা থাকে?

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০২:৪৯ এএম

আইএএস ইন্টারভিউ প্রশ্ন: একটি মেয়ের শরীরের কোন অংশটি সবসময় ভেজা থাকে?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রতি বছর ভারতে আইএএস পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হন। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির আইএএস একটি। এই পরীক্ষার মাধ্যমে আইপিএস, আইএএস এবং আইএফএস এই তিনটি গুরুত্বপূর্ণ পদে সদস্যরা নির্বাচিত হন।

এই পরীক্ষাটি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়, যার মধ্যে দুটি লিখিত এবং একটি ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে নানান প্রশ্ন করা হয় এবং আজ তেমনি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি, যা গত কয়েক বছরে জিজ্ঞাসা করা হয়েছে, এবার এই প্রশ্নগুলি একবার দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোকে কী বলা হয়?
উত্তর: ই-মেইল।

২) প্রশ্ন: কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তর: ভাল্লুক আহত হলে মানুষের মতো কাঁদে।

৩) প্রশ্ন: দিনের আলোয় আমরা দেখতে পাই না এমন কি জিনিস?
উত্তর: দিনের আলোয় আমরা অন্ধকার দেখতে পারি না।

৪) প্রশ্ন: রাতে স্বামী-স্ত্রী উভয়ের পছন্দ জিনিসটা কি?
উত্তর: শান্তির ঘুম।

৫) প্রশ্ন: কে সেই ব্যক্তি যিনি কোথাও টিকিট পান না?
উত্তর: নবজাতক শিশু।

৬) প্রশ্ন: একজন মানুষের এমন কি জিনিস যা সব সময় বাড়তে থাকে?
উত্তর: তার বয়স।

৭) প্রশ্ন: টুইটারে যে পাখিটি দেখা যায় তার নাম কি?
উত্তর: ল্যারি।

৮) প্রশ্ন: কোন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তর: এক টাকার নোট।

৯) প্রশ্ন: তিনটি হৃদয় ও নয়টি মস্তিষ্কের প্রাণী কোনটি?
উত্তর: অক্টোপাস।

১০) প্রশ্ন: বিশ্বের প্রাচীনতম পতাকা কোন দেশের?
উত্তর: ডেনমার্ক

১১) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর: রাজিয়া সুলতানা।

১২) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু।

১৩) প্রশ্ন: টেলিভিশন কে আবিস্কার করেন?
উত্তর: জন লগি বেয়ার্ড।

১৪) প্রশ্ন: এমন কি জিনিস যা জলে ভিজলেও ভিজে যায় না?
উত্তর: ছায়া কোন অবস্থাতেই ভিজে যায় না।

১৫) প্রশ্ন: মেয়ের শরীরের কোন অংশটি সবসময় ভেজা থাকে?
উত্তর: জিহ্বা। আসলে ছেলেটিকে বিভ্রান্ত করার জন্য, প্রশ্নে মেয়েদের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাই সঠিক উত্তর হল জিহ্বা।

আর্কাইভ