• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৬

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৪:৫৯ পিএম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ার কর্মকর্তারা জানান, বেনু রাজ্যের উমোগিডিতে এই হামলা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এ অঞ্চলে যাযাবর পশুপালক এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ প্রায় নিয়মিত একটি বিষয়।

বেনু রাজ্যের গভর্নরের উপদেষ্টা পল হেম্বা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ৪৬ জন নিহতের মরদেহ  উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের সংখ্যা আরো বেশি হতে পারে।

পল হেম্বা হামলার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করেন। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পল হেম্বা জানান, বিগত কয়েক মাস ধরেই পশুপালকরা গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

এতো বিপুল সংখ্যক প্রাণহানির কারণ এখনো জানা যায়নি। তবে বেনু রাজ্যটি নাইজেরিয়ার সংঘর্ষপ্রবণ এলাকার একটি। সেখানে প্রায় নিয়মিতই স্থানীয় কৃষক এবং ফুলানি গোত্রের পশুপালকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে সাধারণত গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ফুলানি গোত্রকে দোষারোপ করায় খেপেছেন ফুলানি পশুপালকদের জোট মিয়েত্তি আল্লাহ ক্যাটল ব্রিডারস অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া-এর চেয়ারম্যান বাবা উসমান জেলজারমা। তিনি তদন্ত ছাড়াই ঢালাওভাবে ফুলানি গোত্রকে দোষারোপ না করার বিষয়ে সতর্ক করে বলেন, ফুলানি পশুপালকদের দানবরুপে চিহ্নিত করার ঘৃণ্য প্রচেষ্টা বেনুতেই শুরু হয়েছিল। এখন তা নাইজেরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে।

বাবা উসমান জেলজারমা বলেন, আমরা ফুলানি পশুপালকদের কিছু আক্রমণে জড়িত থাকার অভিযোগ থেকে দায়মুক্তি দিচ্ছি না। তবে প্রতিটি আক্রমণের জন্য তাদের সবসময় যেভাবে দোষারোপ করা হয় তা অন্যায্য এবং পক্ষপাতমূলক।

এ সময় তিনি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ