• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

পাকিস্তানে ডলার প্রতি ২৮৭ টাকা ২৯ পয়সা!

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৬:২৮ পিএম

পাকিস্তানে ডলার প্রতি ২৮৭ টাকা ২৯ পয়সা!

আন্তর্জাতিক ডেস্ক

ডলারের সাপেক্ষে তলানিতে ঠেকল পাকিস্তানি টাকার (রুপি) দর। এর আগে কখনও পাক মুদ্রার দর এত নীচে নামেনি। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার এক ধাক্কায় ২ টাকা ৮২ পয়সা কমে পাকিস্তানি টাকায় ১ ডলারের দর দাঁড়ায় ২৮৭টাকা ২৯ পয়সা।

ফরেক্স ডিলারদের একটি সূত্রের দাবি, লাহোর, করাচির খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে প্রায় ২৯০ পাক টাকায়! অথচ গত বছরের এপ্রিলের গোড়াতেও ডলারের দাম ছিল প্রায় ১৮৬ পাকিস্তানি টাকা। কিন্তু গত কয়েক মাসের আর্থিক সঙ্কট এবং ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে পাক টাকার দামে দ্রুত পতন ঘটেছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ