• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যৌনাঙ্গে আটকে ছিলো বোতলের ছিপি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৫:২১ পিএম

যৌনাঙ্গে আটকে ছিলো বোতলের ছিপি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সঙ্গী নেই। যৌন চাহিদা মেটাতে আত্মরতিই ভরসা। তা করতে গিয়েই যৌনাঙ্গে ঢুকে যায় বোতলের ছিপি। প্রায় সাড়ে তিন বছর পর শরীর থেকে বেরোল ছিপি। সম্প্রতি ‘পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলসেন্ট গাইনোকলজি’ নামক একটি পত্রিকায় এই ঘটনার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বছর বয়সি ওই তরুণী হেয়ার স্প্রের বোতল দিয়ে আত্মরতিতে মজেছিলেন। উত্তেজনার বশে হঠাৎই বোতলের ছিপি আটকে যায় যৌনাঙ্গে। সেই সময়ে বিষয়টি ততটাও গুরুত্ব দেননি তরুণী। কিন্তু কয়েক মাস পর থেকেই নানা শারীরিক অসুবিধা দেখা দিতে শুরু করে। মূত্রত্যাগ করতে সমস্যা হত। সবচেয়ে বেশি সমস্যা হত ঋতুস্রাবের ক্ষেত্রে। অনিয়মিত ঋতুস্রাব হত। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আনতে লজ্জা পাচ্ছিলেন, সে কারণে চিকিৎসকের কাছেও যাননি।

প্রায় ৩ বছর ধরে শরীরে ছিপি নিয়ে চলার পর ওই তরুণী চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই তরুণীকে পরীক্ষা করার পর অবাক হয়ে যান চিকিৎসকরাই। যৌনাঙ্গের যে স্থানে ছিপিটি আটকে ছিল, তার চারপাশের পেশি ফুলে গিয়েছিল। শরীরের ওই স্থানে একটি ছিদ্র তৈরি হয়ে যায়। যা চিকিৎসা পরিভাষায় যা ‘ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা’ নামে পরিচিত। এই ছিদ্রের মাধ্যমে প্রস্রাব নির্গত হয়ে যাচ্ছিল। তরুণীর শারীরিক অবস্থা বিবেচনা করে তড়িঘড়ি অস্ত্রোপচার করে যৌনাঙ্গ থেকে ছিপি বার করেন চিকিৎসকরা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ