• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগুনের বন্দুক নিয়ে বিয়ের পোজ, মুহূর্তেই ঝলসে গেল কনের মুখ!

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ০১:৩৩ এএম

আগুনের বন্দুক নিয়ে বিয়ের পোজ, মুহূর্তেই ঝলসে গেল কনের মুখ!

আন্তর্জাতিক ডেস্ক

বিয়ের দিন সবাই আনন্দ করবে এটাই স্বাভাবিক। এ দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে অনেকেই বিভিন্ন ধরনের আয়োজন করে থাকেন। কখনও কখনও কিছু আয়োজন বিপদও ডেকে আনতে পারে। তেমন এক অনাকাঙ্ক্ষিত বিপদ ঘটে গেল বিয়ের আয়োজনে। মুহূর্তে বিয়ের অনুষ্ঠানটি বিষাদে পরিণত হয়। আর এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ওই বিয়ের আয়োজন ছবি তোলার জন্য বর ও কনে আগুন বন্দুক হাতে নিয়ে পোজ দিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় তাদের হাসি মুখে দেখা গেছে। যখনই তারা আগুনের বন্দুকের ট্রিগার চাপ দেয় তখনই দেখা দেয় বিপত্তি। বন্দুক থেকে আগুন সামনের দিকে না বের হয়ে সেই আগুন গিয়ে পড়ে কনের গায়ে। এতে ঝলসে যায় কনের মুখমন্ডল। আনন্দের বিয়ে মুহূর্তেই পরিণত হয় বিষাদে।

ভিদিত শর্মা নামে এক ব্যক্তি ওই ঘটনার ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, কীভাবে একটা মানুষের আনন্দের দিন বিষাদে পরিণত হতে পারে দেখুন। এতে অনেকে তাদের মতামত প্রকাশ করেছে। তবে বিষয়টি অনেকে ভালোভাবে নেয়নি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ