• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

থানায় তরুণীর লঙ্কাকাণ্ড, স্বামী থাকতেও বিয়ে দিতে হবে প্রেমিকের সঙ্গে

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১০:৪৭ পিএম

থানায় তরুণীর লঙ্কাকাণ্ড, স্বামী থাকতেও বিয়ে দিতে হবে প্রেমিকের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

দুটি বিয়ে করার দাবি নিয়ে সম্প্রতি থানায় হাজির হন এক তরুণী। কান্নাকাটি করে তিনি লুটিয়ে পড়েন পুলিশের পায়ে। দাবি একটাই, স্বামী থাকলেও বিয়ে দিতে হবে প্রেমিকের সঙ্গে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেঁদে কেঁদে ওই তরুণী বলছেন, ‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে।’  

দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

জানা গেছে, তিনি তার প্রেমিককে বিয়ে করতে চান বটে, তবে স্বামীকে ছাড়তে নারাজ। এদিকে, এমন দাবি শুনে পুলিশকর্মীরা থানা থেকে বেরিয়ে যেতে বললে ক্ষেপে যান ওই তরুণী। ঘটে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা। এমনকি রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন তিনি।

ওই তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখেছে সে। কাজলের স্বামী বলেন, ‘ও আমাকে একদিন বলল, নিজের প্রেমিককে বিয়ে করে একসঙ্গে দুজনের সঙ্গেই সংসার করতে চায়। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই এখন পুলিশের কাছে গিয়ে এমন দাবি জানাচ্ছে সে।’  

প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, ওই তরুণী ‘মানসিক ভারসাম্যহীন’।

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ