• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গর্ভাবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া, চেহারাই পাল্টে গেলো অন্তঃসত্ত্বা যুবতীর!

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৫:১৯ পিএম

গর্ভাবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া, চেহারাই পাল্টে গেলো অন্তঃসত্ত্বা যুবতীর!

আন্তর্জাতিক ডেস্ক

গর্ভধারণ নারীর জীবনের এমন এক অধ্যায়, যখন শরীর ও মনে নানা আশ্চর্য পরিবর্তন হতে থাকে। এ কথা কম-বেশি সকলেরই জানা। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় মুখ চোখের ভোল বদলে একেবারে ভিন্ন এক মানুষের মতো দেখতে হয়ে যাওয়া? এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যুবতী। আয়নার সামনে দাঁড়িয়ে যার মনে হয়েছিল, প্রতিবিম্বে অন্য এক মানুষেরই ছায়া পড়েছে যেন।

যুবতীর নাম টাইরিস উডস। ২৪ বছরের মহিলা জানতেন, অন্তঃসত্ত্বা হয়েছেন মানে এবার শরীরে হরমোনের নানা খেলা চলবে। যার ফলে মানসিক পরিবর্তনও হবে। কিন্তু আচমকাই তিনি বুঝতে পারলেন তার নাকের আকার বদলে যাচ্ছে! ভুরু হয়ে উঠেছে আগের থেকে অনেক বেশি ঘন। ধীরে ধীরে তার মুখটা যেন অন্য কারো মতো হয়ে উঠছে!

টিকটকে সেই ছবি তিনি শেয়ারও করেছেন। উগরে দিয়েছেন ক্ষোভ। তবে স্বস্তির কথা, ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেয়ার পর মাসখানেকের মধ্যেই আগের চেহারায় ফেরত যেতে পেরেছেন টাইরিস। স্বাভাবিকভাবেই হাঁফ ছেড়ে বেঁচেছেন যেন।

চিকিৎসকরা বলছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় হরমোনের প্রভাবে নাক তিনগুণ মোটা হয়ে যেতে পারে। একে বলা হয় মেলিসমা। ৭৫ শতাংশ মহিলাই নাকি এ পরিস্থিতির শিকার হন। তাদের ত্বকের রং বদলে যেতে থাকে। উপরের ঠোঁট, চোখ ও থুতনিতেও আসে পরিবর্তন। তবে বলাই বাহুল্য, টাইরিসের মতো ব্যাপক পরিবর্তন কারো ক্ষেত্রেই দেখা যায় না। সূত্র: ডেইলি মেইল।

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ