• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৯:১২ পিএম

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

জল ও স্থল উভয় পথে বিগত ৫ বছরের মধ্য সবচেয়ে বড় মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে কৌশলগত ক্ষেপণাস্ত্র রয়েছে- এমন খবর ছড়িয়ে পরার পরই এ যৌথ সামরিক মহড়া চালানো হয় বলে জানিয়েছে মিত্র ২ রাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার (২৯ মার্চ) দক্ষিণ কোরিয়ার পোহাং শহরে এ যৌথ সামরিক মহড়া চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহড়াটি কোরীয় উপদ্বীপের প্রতিরক্ষার জন্য চালানো হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি খুবই গুরত্বপূর্ণ। 

এ মহড়ায় ২ দেশের উভচর সাঁজোয়া যান, জাহাজ, বিমান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ব্যবহার হচ্ছে। ২০ মার্চ থেকে শুরু হওয়া মহড়াটি চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (২৮ মার্চ) মার্কিন বিমানবাহী রণতরী ইউ.এস.এস. নিমিটজ কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ সামরিক মহড়া শেষে বুসান বন্দরে পৌঁছায় বলে জানা গেছে। 

পরমাণু শক্তিচালিত বিশ্বের অন্যতম বৃহৎ এ মার্কিন রণতরীটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। এ নৌ মহড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত অস্ত্রের সক্ষমতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ও সিউল।

 

এএল/

আর্কাইভ