• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে গিয়ে নিহত ২, আহত ৫৬

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৮:৩৯ পিএম

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে গিয়ে নিহত ২, আহত ৫৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা সংগ্রহ করতে গিয়ে দুইজন পদদলিত হয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বৃদ্ধ নারী এবং অন্যজন এক পুরুষ। এ ছাড়া পদদলিত হয়ে ৪৫ জন নারীসহ ৫৬ জন আহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজাফফরগড় ও ওকারা জেলায় বিনামূল্যে আটা বিতরণের কেন্দ্রগুলোতে পদদলিত হয়ে এক বৃদ্ধ নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। সরকার এই কর্মসূচি শুরু করার পর থেকে বিতরণে অব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।

 

এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ