• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেক্সিকোতে অভিবাসী বন্দী শিবিরে আগুন, নিহত ৪০

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:২৮ পিএম

মেক্সিকোতে অভিবাসী বন্দী শিবিরে আগুন, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী আটক কেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইন্সটিটিউট (আইএনএম) বিষয়টি জানিয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, নগরীর বিভিন্ন রাস্তা থেকে ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে আইএনএম সেন্টারে আনার পর এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অবস্থান করছিলেন। মঙ্গলবার (২৮ মার্চ) কর্মকর্তারা জানায়, প্রত্যাবাসন নিয়ে বিক্ষোভের জের ধরে আগুনের সূত্রপাত হতে পারে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের বিপরীতে অবস্থিত ডিটেনশন ক্যাম্পে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ধারণা করছে, অভিবাসীরা বিছানার চাদরে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করলে আগুনের সূত্রপাত হয়।

এক সংবাদ সম্মেলনে লোপেজ জানান, তারা কখনও ভাবেনি যে এটি এমন ভয়াবহ ট্র্যাজেডির কারণ হয়ে যাবে। ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে বেশিরভাগ অভিবাসীই মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে এসেছেন।

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া অনেক অভিবাসী সিউদাদ জুয়ারেজ শহরে আটক রয়েছেন। মেক্সিকো থেকে প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এদের অধিকাংশই আসে মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ