• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৭ হাজার কর্মী ছাঁটাই করছে ‘ওয়াল্ট ডিজনি’

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১০:৪৭ পিএম

৭ হাজার কর্মী ছাঁটাই করছে ‘ওয়াল্ট ডিজনি’

আন্তর্জাতিক ডেস্ক

একের পর এক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় এবার যুক্ত হলো বিনোদন জায়ান্ট ডিজনিও। এই বছরের শুরুতে ঘোষিত নীতি অনুযায়ী ৭ জাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ওয়াল্ট ডিজনি। 

কোম্পানির খরচ নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ বলে চিঠিতে কর্মীদের জানিয়েছেন ওয়াল্ট ডিজনির প্রধান নির্বাহী বব ইগার। বিষয়টির সঙ্গে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন, কোম্পানির বেশ কয়েকটি প্রধান বিভাগ যেমন - ডিজনি এন্টারটেইনমেন্ট, ডিজনি পার্ক, অভিজ্ঞতা ও পণ্য বিভাগ এবং কর্পোরেট বিভাগ প্রভাবিত হবে। ESPN এই সপ্তাহে কোনো কর্মী ছাঁটাইয়ের কথা উল্লেখ না করলেও পরবর্তীকালে তারাও একই পথ অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। 

নেটফ্লিক্স আসার পর মিডিয়া কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন হারানোর পর থেকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি  ছাঁটাইয়ের সম্মুখীন। এর মধ্যেই ২০২২ সালের গোড়ার দিকে নেটফ্লিক্স এক দশকে প্রথমবার গ্রাহক হারানোর খবর প্রকাশ করলে মিডিয়া কোম্পানিগুলি খরচের উপর লাগাম টেনে ধরতে শুরু করে। ইগার বলেন, ডিজনি পরবর্তী চার দিনের মধ্যে কর্মচারীদের প্রথম গ্রুপকে ছাঁটাই সম্পর্কে অবহিত করা শুরু করবে।

এপ্রিল মাসে দ্বিতীয় পর্যায়ের ছাঁটাই শুরু হবে। বারব্যাঙ্ক এন্টারটেইনমেন্ট গ্রুপ ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে যে ৫.৫বিলিয়ন খরচ বাঁচাতে এবং স্ট্রিমিং ব্যবসাকে লাভজনক করার প্রচেষ্টার অংশ হিসাবে ৭ হাজার কর্মী ছাঁটাই করবে। ইগার লিখেছেন, ‘কর্মী এবং বন্ধুদের ডিজনি ছেড়ে যাওয়াকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ডিজনি আবেগের সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে।’ 

ছাঁটাইয়ের পরিকল্পনাটি কোম্পানি গোপন রেখেছিলো, যদিও অভ্যন্তরীণ ব্যক্তিরা আশা করেছিলেন যে ৩ এপ্রিল ডিজনির বার্ষিক শেয়ারহোল্ডার মিটিং এর আগে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। ডিজনির মধ্যে এই নিয়ে উদ্বেগ তৈরি হয়। কারণ সম্ভাব্য কাটছাঁটের ক্ষেত্রগুলি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। রয়টার্সের সঙ্গে কথা বলার সময় ডিজনির একজন নির্বাহী বলেছেন- বিষয়টা অনেকটা অন্ধকার, কালো বাক্সের মতো। ভেতরে কি আছে কেউ জানে না। 

অনেকেই আশা করেছিলেন যে ডিজনি মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ডিভিশনের উপর হয়তো কাটছাঁটের খাঁড়া নেমে আসবে। ইগার কোম্পানির সিইও হিসাবে ফিরে আসার পরপরই নভেম্বরে করিম ড্যানিয়েলের প্রস্থানের পর থেকে ইউনিটটি লিডার ছাড়াই চলছিলো। SVB MoffettNathanson বিশ্লেষক মাইকেল নাথানসন বলেছেন, বব চেপেক ডিজনির প্রধান নির্বাহী থাকাকালীন এই তালিকা তৈরি করতে অনেক সময় লেগেছে। কোম্পানিটি প্রথমে খরচের হিসাব তৈরি করার পর কাটছাঁটের বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে।

Disney Parks, Experiences and Products-এর প্রধান জোশ ডি আমারো ফেব্রুয়ারি মাসে থিম পার্কের কর্মীদের কাছে একটি মেমো পাঠিয়ে সতর্ক করে দিয়েছিলেন যে সামনে কঠিন সময় আসছে। ফ্লোরিডার অরল্যান্ডোতে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টে কাস্ট সদস্যদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, অতিথিদের জন্য পরিষেবাগুলি ছাঁটাইয়ের প্রভাব প্রত্যক্ষ করবে এমনটা আশা করা হয়নি।

সূত্র : রয়টার্স

 

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ