• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলা, নিহত ৬

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৬:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে এক প্রাইভেট প্রাইমারি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন নারী। পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। রয়টার্স বলছে, পুলিশ স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ ফোন কল পেতে শুরু করেন। শহরটির কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুকধারী হামলা চালান। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো।

 

ন্যাশভিলে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ডন আরন সাংবাদিকদের বলেন, স্কুলের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ শুনতে পেতো।  তিনি আরও জানান, হামলাকারীর কাছে দুইটি স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগ্যান ছিল।

তবে এ হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ