• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

‘পরোয়া করে না মস্কো’ পশ্চিমকে হুঁশিয়ারি পুতিনের

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৬:০৭ পিএম

‘পরোয়া করে না মস্কো’ পশ্চিমকে হুঁশিয়ারি পুতিনের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গত সপ্তাহান্তে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোভুক্ত একাধিক দেশের সীমান্তবার্তী অঞ্চলে অবস্থিত বেলারুসে পরমাণু অস্ত্র রাখার কথা ঘোষণা করে দেশটির বিশেষ বন্ধু বলে পরিচিত রাশিয়া।

পশ্চিমের সমালোচনার তোয়াক্কা কোনো দিনই করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারও তার অন্যথা হলো না। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রতিবেশী দেশ বেলারুসে পরমাণু অস্ত্র রাখা নিয়ে কারো কোনো বাধা তিনি মানবেন না।

গত সপ্তাহান্তে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোভুক্ত একাধিক দেশের সীমান্তবার্তী অঞ্চলে অবস্থিত বেলারুসে পরমাণু অস্ত্র রাখার কথা ঘোষণা করে দেশটির বিশেষ বন্ধু বলে পরিচিত রাশিয়া। যা শুনে হইচই পড়ে যায় পশ্চিমি দেশগুলিতে। মস্কোর উপরে আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর ডাক আসতে থাকে তাদের তরফে। পাশাপাশি, রাশিয়ার এই পদক্ষেপের প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠকের দাবিও জানায় ইউক্রেন।

এতে তারা বিন্দুমাত্র ভীত নয় বলে সাফ জানিয়ে দেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেন, ‘এই প্রতিক্রিয়া রাশিয়ার পরিকল্পনায় একটুও হেরফের ঘটাতে পারবে না।’ এর পর আসে পুতিনের বক্তব্যও। ছোট পর্দার এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, রাশিয়া তাদের অবস্থান বদল করবে না। তবে সঙ্গে তিনি এ-ও আশ্বাস দিয়েছেন যে আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু অস্ত্রের অপ্রসারণ সম্পর্কিত যে চুক্তিতে তারা সই করেছেন, তা কখনোই লঙ্ঘন করা হবে না।

এই প্রসঙ্গে আমেরিকার দিকেও সরাসরি কামান দাগতে ভোলেননি পুতিন। তিনি বলেন, ‘গত বেশ কয়েক দশক ধরে আমেরিকা এই কাজ করে আসছে। তারা তাদের পরমাণু অস্ত্রগুলি রাখার জন্য তাদের সহযোগী দেশগুলির মাটি অনেক দিন আগে থেকেই ব্যবহার করে আসছে। তাই বিষয়টি নতুন কিছু নয়।’

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ