প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৫:৫৯ পিএম
ভারতের কর্নাটকে ঘুস নেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
চুক্তি পাইয়ে দেওয়ার নাম করে ঘুস নিয়েছিলেন সরকারি কর্মকর্তার ছেলে। এবার সেই ঘটনায় তার বাবাকে সোমবার গ্রেফতার করা হলো। খবর ইন্ডিয়া টুডের।
সম্প্রতি মাদলের ছেলে প্রশান্ত কুমার ৪০ লাখ রুপি ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন মাদল। ঘটনার ২০ দিনের বেশি সময় পর তাকে গ্রেফতার করা হলো।
প্রশান্ত কুমার কর্নাটক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের ২০০৮ সালের ব্যাচের কর্মকর্তা ছিলেন। সাবান ও ডিটারজেন্ট তৈরির কাঁচামাল কেনার একটি চুক্তি পাইয়ে দেওয়ার জন্য এক ঠিকাদারর কাছ থেকে ৮১ লাখ রুপি ঘুস চেয়েছিলেন প্রশান্ত। এর পর সরকারি কর্মকর্তাদের দ্বারস্থ হন ওই ঠিকাদার।+
প্রশান্ত কুমারকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। ৪০ লাখ রুপি ঘুস নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। বাবা মাদল বিরূপাক্ষের হয়ে তিনি ঘুস নিচ্ছিলেন বলে জানা যায়। মোট তিন ব্যাগভর্তি নোট উদ্ধার করা হয় অফিস থেকে।
বিরূপাক্ষ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। কিন্তু হাইকোর্ট বিজেপি বিধায়কের কথায় কর্ণপাত করেনি। জামিনের আবেদন খারিজ করে দেন। তার পরই সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে।