• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৫:১০ পিএম

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মক্কায় যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে সৌদি সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই আসির অঞ্চলের বাসিন্দা।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

 

  এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ