• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ইমরান কি মেনে নেবেন পাঞ্জাবে মুসলিম লীগ জিতলে : মরিয়ম নওয়াজ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৯:২১ পিএম

ইমরান কি মেনে নেবেন পাঞ্জাবে মুসলিম লীগ জিতলে : মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্ন করেছে, আসন্ন নির্বাচনে পাঞ্জাবে পিএমএল-এন জয়ী হলে তিনি মেনে নিবেন কি-না?

দেশটির নির্বাচন কমিশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য পাঞ্জাবের নির্বাচন পিছিয়ে দেওয়ায় ইমরান খান এর কড়া সমালোচনা করলে মরিয়ম নওয়াজ এ মন্তব্য করেন। খবর জিও নিউজের। নির্বাচন কমিশন বলছে, নিরাপত্তার কারণে এ নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পিটিআইপ্রধান ইমরান খান বলছেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় পাঞ্জাবের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।  

লাহরে রোববার নিজ দলের এমপিদের এক বৈঠকে এ প্রশ্ন তোলেন মরিয়ম নওয়াজ। এর আগে শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেবো। 
সেখানে তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে।

সোমবার কাসুর শহরে একটি দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার কথা পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।

গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।  


এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ