• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমেরিকায় দূতাবাসের বাইরে ভারতীয় সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০৯:৫৪ পিএম

আমেরিকায় দূতাবাসের বাইরে ভারতীয় সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার সিক্রেট সার্ভিস খবর, খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে ভারতীয় দূতাবাসের বাইরে বেশ কিছু খলিস্তানপন্থী স্লোগান দিচ্ছিল, খলিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন খলিস্তানপন্থীরা। সেই ঘটনা নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝা। সাংবাদিকের ওপর হামলার ঘটনার নিন্দা করেছে আমেরিকা।

আমেরিকার সিক্রেট সার্ভিস খবর, খলিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে ভারতীয় দূতাবাসের বাইরে বেশ কিছু খলিস্তানপন্থী স্লোগান দিচ্ছিলেন, খলিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন। ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তারা। ইংরেজি এবং পঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। শুধু তাই-ই নয়, পঞ্জাব পুলিশের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়েও স্লোগান দিচ্ছিলেন তারা।

দূতাবাসের বাইরে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে দূতাবাসের সামনে হাজির হয়েছিলেন ললিত। অভিযোগ, তখন খলিস্তানপন্থীরা তাকে ঘিরে ধরে মারধর করা শুরু করেন। সংবাদ সংস্থা এএনআইকে ললিত বলেন, “আমাকে কানের নীচে আঘাত করা হয়েছে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে শেষমেশ ৯১১-তে ফোন করেছিলাম।”

দূতাবাসের সামনেই আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের দেখতে পেয়েছিলেন ললিত। তাদের গোটা ঘটনাটি জানান। তারাই ললিতকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। তার সাহায্যে এগিয়ে আসার জন্য সিক্রেট সার্ভিসকে কৃতজ্ঞতা জানিয়েছেন ললিত। এই ঘটনার নিন্দা করেছে ভারতীয় দূতাবাসও। এক বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এক জন শীর্ষ স্তরের সাংবাদিকের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ওই সাংবাদিককে হেনস্থা, হুমকি এবং মারধরও করা হয়েছে। তার নিরাপত্তার কথা ভেবেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।”

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ