• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন সোনার খনির সন্ধান মিললো চীনে

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ১১:০০ পিএম

নতুন সোনার খনির সন্ধান মিললো চীনে

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব চীনের শ্যানডং প্রদেশে এই সোনার খনির সন্ধান মিলেছে। চীনের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা শ্যানডং। 

২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। এই প্রদেশে সোনার একাধিক খনি আছে। সেখানেই নতুন আরও একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। যা সেখানকার সবচেয়ে বড় সোনার খনি বলে দাবি করা হচ্ছে। 

শ্যানডংয়ের রুশান এলাকায় আবিষ্কৃত এই সোনার খনির নাম শিলাওকোউ খনি। অবশ্য শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান প্রায় ৮ বছর আগেই করা হয়েছিল। 

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ