• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৫:৫৭ পিএম

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দেয়া ওই শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হওয়া মুসলমানদের প্রতি ‘সংহতি’ জানিয়েছেন।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।’ খবর- এএফপি।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং পাকিস্তানের বন্যাদুর্গতদের স্মরণ করে বাইডেন বলেন, ‘বিশ্বজুড়ে কষ্ট ও ধ্বংসের শিকার হওয়া মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’

বিবৃতির পাশাপাশি টুইট করেও শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। টুইটে লিখেছেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

 

এএল/

আর্কাইভ