• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভাবীকে দেবরের কুপ্রস্তাব, স্বামী চান টাকা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:২৬ পিএম

ভাবীকে দেবরের কুপ্রস্তাব, স্বামী চান টাকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক গৃহবধূ নির্যাতন ও যৌতুকের অভিযোগে। গৃহবধূর অভিযোগ, বাড়িতে একা পেলেই জড়িয়ে ধরেন দেবর। যৌতুকের জন্য অত্যাচার করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এমনকি, তিনি জানান তাকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে বলে।

ভারতের পুরুলিয়ার এলাকায় এ  ঘটনা ঘটে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই গৃহবধূ জানান, ২০১৮ সালে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন লক্ষাধিক টাকা যৌতুক, মোটরসাইকেল, সোনার গহনা, আসবাবপত্র ইত্যাদি উপহার নিয়েছেন। বিয়ের পর আরও ৫০ হাজার টাকা চেয়ে চাপ দিচ্ছেন। টাকা দিতে না পারায় তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং দেবর।

তিনি জানান, দেবর তাকে কুপ্রস্তাব দিতেন। একা বাড়িতে পেলেই তাকে জড়িয়ে ধরতেন। এ নিয়ে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের কাছে অভিযোগ করলে কোনও ফল তো হয়নি। বরং অত্যাচারের মাত্রা আরও বেড়ে যেত।

এদিকে রবিবার শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘরবন্ধ করে গায়ে কেরোসিন তেল ঢেলে প্রাণে মারার চেষ্টা করেন বলে অভিযোগ ওই বধূর।

গৃহবধূ আরও জানান, তার গায়ে কেরোসিন তেল ঢেলে মারার জন্য স্বামী, দেবর এবং শাশুড়ি একত্রিত হয়েছিলেন। এমনকি, তিনি নিজেকে বাঁচাতে চিৎকার করায় দেবর তার গলা টিপে ধরেন। তিনি কোনোরকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ