• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাক-আফগান সীমান্তে ৬.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ১১, আহত তিন শতাধিক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:১৩ পিএম

পাক-আফগান সীমান্তে ৬.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ১১, আহত তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৬.৫ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সোয়াত উপত্যকায় ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রাতে অনুভূত হয় এই ভূকম্পন। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জুর্মে। যা পাকিস্তান সীমান্ত লাগোয়া।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘরবাড়ির ছাদ ধসে পড়ে প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছরের একটি শিশু। ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া পাওয়া গেছে ভূমিধসের খবরও।

এদিকে পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। পরে হিন্দুকুশ অঞ্চলে তিন থেকে চার মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।

আহতের মধ্যে আড়াইশো মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। ইসলামাবাদ-লাহোর ছাড়াও ভারতের কয়েক জায়গায় আফটার শকের ধাক্কা অনুভূত হয়।

 

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ