• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যৌন কেলেঙ্কারিতে গ্রেপ্তারের শঙ্কায় ট্রাম্প

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০১:৪১ এএম

যৌন কেলেঙ্কারিতে গ্রেপ্তারের শঙ্কায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যৌন সম্পর্কের তথ্য গোপন রাখার জন্য এক নারীকে টাকা দিয়েছিলেন- এ অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার হতে পারেন ডনাল্ড ট্রাম্প৷ গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ইতিমধ্যে সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন৷

ম্যানহাটনের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দেয়ার অভিযোগের মামলাটির শুনানি মঙ্গলবার শেষ হওয়ার কথা৷ শুনানি শেষে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন৷ সে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের বিক্ষোভ মিছিল করতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন৷ নিউইয়র্ক পুলিশের আশঙ্কা, রাস্তায় রিপাবলিকান সমর্থকরা ভিড় জমালে ২০২১ সালের ক্যাপিটল হামলার মতো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে৷ সেরকম অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাস্তায় অস্থায়ী ব্যারিকেড দিয়েছে পুলিশ৷ পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কড়া নজর রাখছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী৷

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের জানান, কেউ যাতে ‘অস্বাভাবিক কিছু করতে না পারে‍‍` তা নিশ্চিত করার জন্য পুলিশ সোশ্যাল মিডিয়া মনিটর করছে৷

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল৷ সেই বিষয়টি ধামাচাপা দিতে ট্রাম্প গোপনে তাকে অর্থ দিয়েছিলেন বলেও দাবি তার৷ মামলাটি এমনিতেই ট্রাম্পের জন্য খুব বিব্রতকর, কারণ, এর আগে যুক্তরাষ্ট্রের আর কোনো সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়নি৷

মামলার সর্বশেষ শুনানিতে বিচারকরা আইনজীবী রবার্ট কস্তেলার বক্তব্য শুনেছেন৷ আদালতকে তিনি বলেছেন, সাবেক ওই পর্ন তারকাকে টাকাটা দিয়েছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন৷ কস্তেলার মতে, মাইকেল কোহেন নিজেই টাকাটা দিতে গিয়েছিলেন, টাকা দেয়ায় ট্রাম্পের কোনো হাত ছিল না৷

বিশ্লেষকদের অনেকের ধারণা, কস্তেলার এই বক্তব্য ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সত্যতার নিয়ে প্রশ্ন তুলতে পারে৷ তবে আদালত তার বক্তব্যে প্রভাবিত হয়েছেন- এমন ইঙ্গিত কোথাও পাওয়া যায়নি৷

কোহেন ইতিমধ্যে দুবার শুনানিতে অংশ নিয়েছেন৷ দুবারই তিনি বলেছেন, ট্রাম্পের নির্দেশেই স্টর্মি ড্যানিয়েলনকে টাকা দেয়া হয়েছিল৷

২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আবার রিপাবলিকান দলের প্রার্থী হতে চান ডনাল্ড ট্রাম্প৷ স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের তথ্য ধামাচাপা দেয়ার অ

ভিযোগের মামলাটি তার হোয়াইট হাউজে ফেরার সম্ভাবন মুছেও দিতে পারে৷

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ