• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঙ্গু বলে রাস্তায় ফেলে দিয়েছিলো মা-বাবা, তিনি এখন সুপার মডেল

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১২:৪৯ এএম

পঙ্গু বলে রাস্তায় ফেলে দিয়েছিলো মা-বাবা, তিনি এখন সুপার মডেল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভাগ্যের এ এক নির্মম লিখন! পা ছাড়াই জন্মগ্রহণ করে মেয়েটি। বিষয়টি নিয়ে আফসোসের শেষ ছিল না তার মা-বাবার। তাই মাত্র এক সপ্তাহ বয়সেই পঙ্গু মেয়েকে রাস্তায় ফেলে দেন নিষ্ঠুর মা-বাবা।

কিন্তু সেই মেয়েই একদিন বড় হয়ে সুপার মডেল হবে; তা কি জানতো মা-বাবা! ২৩ বছর বয়সী এই সুপার মডেলের নাম সেসর। দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে এরই মধ্যে চমকে দিয়েছেন পুরো বিশ্বকে।

সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের মা-বাবা তাকে জন্মের এক সপ্তাহ পরই একটি বুদ্ধ মন্দিরের পাশের রাস্তায় ফেলে চলে যান। এরপর শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মেয়েকে।

সেসর আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল। সেসর জানিয়েছেন, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৫০ লাখ টাকা (৬০ হাজার ডলার) আয় করেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ