• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বামীর পরকীয়া সম্পর্কের কথা শুনে দারুণ খুশি স্ত্রী!

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১২:২৯ এএম

স্বামীর পরকীয়া সম্পর্কের কথা শুনে দারুণ খুশি স্ত্রী!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সব সময় পরকীয়া সম্পর্ক নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। কারণ পরকীয়ায় জড়িয়ে পড়ায় ভেঙে যায় অনেক সুখী পরিবার ও দাম্পত্য। তবে সম্প্রতি এক নারী দাবি করেছেন, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় তাদের সম্পর্ক মজবুত হয়েছে। শুধু তাই নয়, এটি তাদের বৈবাহিক সম্পর্কে মনে রাখার মতো একটি ঘটনা বলে জানিয়েছেন তিনি।

চ্যারিটি নামের ওই নারী জানান, খুব কম বয়সে ম্যাট ক্রেগের সাথে আলাপ হয় তার। ২০০৪ সালে যখন তারা বিয়ে করেন, তখন চ্যারিটির বয়স মাত্র ২১ বছর আর ম্যাটের বয়স মাত্র ২৫ বছর। চার সন্তান নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু একদিন চ্যারিটি জানতে পারেন, তার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন।

স্বামীর মোবাইল ফোনে এক নারীর মেসেজ দেখতে পান চ্যারিটি। তাতে লেখা ছিল, ‘গত রাতের অভিজ্ঞতা দারুণ ছিল, কিছুতেই ভুলতে পারছি না।’ এ বিষয়ে জানতে চাইলে পরকীয়ায় জড়ানোর কথা স্বীকার করে নেন ম্যাট। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে আমি অনেক চাপে ছিলাম। দিনের বেশির ভাগ সময় আমি অফিসেই কাটিয়েছি। তাই অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি।’

স্বামীর কথা শুনে মন ভেঙে যায় স্ত্রীর। তিনি বাড়ি ছেড়ে চলে যান। করেন বিবাহবিচ্ছেদের আবেদন। এভাবে এক বছর আলাদা থাকেন তারা। তবে মানসিকভাবে ভেঙে পড়েন চ্যারিটি। তাকে থেরাপির আশ্রয় নিতে হয়। চ্যারিটি বলেন, ‘আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। রাগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখেছি, স্বাবলম্বী হয়েছি। এই এক বছরে ম্যাটের জীবনেও অনেক বদল এসেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে।’

এক বছর পর আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন তারা। ম্যাট বলেন, ‘স্ত্রীর বিশ্বাস ফিরে পেতে আমি কোনো খামতি রাখিনি। এখন আমাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হয়েছে।’ খবর নিউ ইয়র্ক পোস্টের।

চ্যারিটি বলেন, ‘পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল ম্যাট। কিন্তু এ ঘটনার পর আমাদের সম্পর্কের ভীত অনেক দৃঢ় হয়েছে। নিজেদের নতুন ভাবে চিনতে পেরেছি আমরা। একে অপরের প্রতি ভালবাসাও আগের তুলনায় অনেক গুন বেড়েছে।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ