• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সিঙ্গাপুরে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৩:৩৮ এএম

সিঙ্গাপুরে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক

সিঙ্গাপুর প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে সিঙ্গাপুর প্রবেশের চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সীমান্ত সংযোগকারী উডল্যান্ড রেললাইন দিয়ে পায়ে হেঁটে সিঙ্গাপুরে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।
তাকে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি (আইসিএ)। মঙ্গলবার (১৪ মার্চ) আইসিএ’র অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে আটকের বিষয়টি জানানো হয়েছে। তবে আটক বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।


আইসিএ’র বিবৃতিতে বলা হয়, গত ৯ মার্চ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সীমান্ত সংযোগকারী উডল্যান্ড রেললাইন দিয়ে পায়ে হেঁটে সিঙ্গাপুরে প্রবেশের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
ইমিগ্রেশন পুলিশ আরও জানায়, বৈধ ভ্রমণ নথি ছাড়াই সিঙ্গাপুর প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। এখন তাকে বিচারের আওতায় আনা হবে বলে মনে করা হচ্ছে। সিঙ্গাপুরে ১৯৫৯ সালের অভিবাসন আইন অনুযায়ী, কেউ অবৈধভাবে প্রবেশের দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে এক হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা অথবা ৬ মাস জেল অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।
আইসিএ ২০২২ সালে ৪১৪ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে ৫৭ জন অবৈধ অভিবাসী ও বাকি ৩৫৭ জন সিঙ্গাপুরে অতিরিক্ত সময় অবস্থানের কারণে ধরা পড়েছেন।

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ