• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালাউইতে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ২শ ছাড়ালো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৫:৫৯ পিএম

মালাউইতে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ২শ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে প্রাণহানি ২শ’ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। ১০ জেলায় জারি করা হয়েছে জরুরি দুর্যোগপূর্ণ পরিস্থিতি। খবর রয়টার্সের।

দূষিত পানির প্রভাবে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। মালাউইর পর মাদাগাস্কার ও মোজাম্বিকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় ফ্রেডি। মোজাম্বিকে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা, প্রকৃত প্রাণহানি আরও অনেক বেশি।

এসব জেলায় নদ-নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি। এখনো চলছে তীব্র হাওয়া ও বৃষ্টিপাত। বিদ্যুৎহীন বেশিরভাগ অঞ্চল। ঝড়ের প্রভাবে ভূমিধসের শিকার অনেক এলাকা। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। ভেঙে পড়েছে সেতু, রাস্তাঘাট। ভারি বৃষ্টির কারণে ত্রাণ ও উদ্ধারে ব্যবহার করা যাচ্ছে না হেলিকপ্টারও।
 

 

এএল/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ