• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যৌন নির্যাতনের শিকার হয়ে ভারত ছেড়ে পালিয়ে বাংলাদেশে জাপানি তরুণী

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৩:৫৬ পিএম

যৌন নির্যাতনের শিকার হয়ে ভারত ছেড়ে পালিয়ে বাংলাদেশে জাপানি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে হোলিতে এক জাপানি তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন।

গত বুধবার দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই অভিযুক্ত নাবালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়, পাহাড়গঞ্জ এলাকাতেই থাকতেন ওই জাপানি তরুণী। হোলির দিন রাস্তায় বেরিয়েছিলেন তিনি। এরপর তিন যুবক জোর করে ওই তরুণীকে ঘিরে ধরে রং মাখিয়ে দেন। তরুণী বাধা দিলেও তাকে ছাড়া হয়নি। জোর করে ওই তরুণীকে জড়িয়ে ধরার চেষ্টাও করা হয়। এমনকি তার মাথায় ডিমও ফাটিয়ে দেন অভিযুক্তরা। এ সময় একজনকে থাপ্পড়ও মারেন ওই তরুণী। তারপর কোনোভাবে ওই এলাকা থেকে পালিয়ে যান জাপানি তরুণী।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

খবরে আরও জানানো হয়, যৌন হেনস্থার ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি ওই তরুণী। তার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগও করেছিল পুলিশ।

অভিযুক্তদের গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ